ঢাকা: জনমত জরিপে ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা তুঙ্গে।
সর্বশেষ সিএনএন/ওআরসি জনমত জরিপ অনুযায়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। নির্বাচনে ভোট দিতে যাবেন এ রকম ইচ্ছা পোষণকারী মার্কিন নাগরিকদের ৪৫ শতাংশ সমর্থন করছেন ট্রাম্পকে। অপরদিকে হিলারিকে ভোট দেয়ার আগ্রহ ব্যক্ত করছেন ৪৩ শতাংশ নাগরিক। এছাড়া উদারপন্থি প্রার্থী গ্যারি জনসনকে ৭ শতাংশ এবং গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন করছেন ২ শতাংশ ভোটার।
অবশ্য গত আগস্ট মাসের শুরুতে ডেমোক্রাট কনভেনশনের পরপরই হওয়া সিএনএন/ওআরসি’র অপর এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে আট পয়েন্ট পেছনে ফেলেছিলেন হিলারি। তবে এরপর থেকেই দু’জনের ব্যবধান দ্রুত কমে আসতে শুরু করে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
আরআই